আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ টেস্ট দলের ব্যাটসম্যানদের কাছে খোলা চিঠি।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

আমাদের দিনটাই নষ্ট হয়ে গেছে একটা খারাপ সিদ্ধান্তের কারণে, যেটা ছিলো নাসিরের আউট দেয়া। - বলেছেন আমাদের নতুন ওপেনার শামসুর রহমান। নাসির আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়, তাকে ভুল সিদ্ধান্তে আউট দেয়া অবশ্যই ব্যাথিত করেছে।

কিন্তু আমাদের দোষ আমরা ধরতে পারছি না, শামসুরের এই কথা থেকেই সেটি বোঝা যায়। কারণ তার আগে শামসুর নিজে, কায়েস, মমিনুল, সাকিব সবাই নিজে নিজে আউট হয়েছে, কাউকে শ্রীলংকার বোলাররা আউট করেনি। তারা সবাই ঊইকেট বিলিয়ে দিয়ে এসেছে। টানা ২ দিন ফিল্ডিং করে মাঠে থেকে পৃথিবীসেরা সাঙ্গার অসাধারণ ব্যাটিং দেখার পরেও যারা "মনোযোগ কাকে বলে" না শিখতে পারে তাদের একটি মাত্র ভুল সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করা মানায় না। আ্যাম্পায়াররা ইচ্ছা করে ভুল করে না- ভিতানাগের আউটের সিদ্ধান্তটাও ভুল ছিলো।

নিজেদের ভুল ধরতে শেখো শামসুর রহমান।

শামসুর, কায়েস, মমিনুল, সাকিব তোমরা সবাই আউট হয়েছো এ্যগ্রেসিভ শটের কারণে - যেগুলোর কোন দরকার ছিলো না। উইকেটে সেট হওয়ার পরে এভাবে আউট হওয়া মেনে নেয়া যায় না। সাঙ্গাকারা - জয়বর্ধনে কেন শট খেলে না? তারা কি বাংলাদেশের বোলারদের খেলতে পারে না নাকি ভয় পায়? আমার তো মনে হয় সাঙ্গাকারা এমন একজন ব্যাটসম্যান যে ইচ্ছে করলে এক অভারের ৬ টি বলই বাউন্ডারির বাইরে পাঠাতে পারে, তারপরেও সে তা করে না, কারণ এটা টেস্টে খেলা, পাঁচ দিনের খেলা। লম্বা ইনিংস খেলাই প্রধান টার্গেট।

অথচ এমন কোন সেশন নেই যেখানে তোমরা স্টুপিডের মত শট খেলো না।

চিন্তা করো বাংলাদেশ ৩য় দিন শেষে কেমন অবস্থায় থাকতো যদি তোমরা তাড়াহুড়ো করে উইকেটগুলি বিলিয়ে দিয়ে না আসতে। যদি সাঙ্গাকারার মত একটু ধৈর্য ধরতে শিখতে। নাসির হোসেনের তো ড্রেসিংরুমে বসে থাকার কথা, যদি তার ঠিক আগের উইকেট সাকিব নিজের উইকেট ছুড়ে দিয়ে না আসতো। মুশফিক এবং সাকিবের দিন শেষে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফিয়ে আসা উচিত ছিলো।

এটা একেবারেই স্বাভাবিক চাওয়া, কারণ এটা এমন কোন পিচ না যেখানে তোমাদের করতে কষ্ট হয়, দরকার শুধু একটু মনোসংযোগের। তোমরা যখন ইচ্ছা করে উইকেট ছুড়ে আসো তখন আমরা ব্যাথা পাই - এই কথাটি কি চিন্তা করো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.