আমাদের কথা খুঁজে নিন

   

গাছগুলোতো আর আওয়ামী লীগ করে না

নির্বিচারে গাছ কাটাকে ‘বিচারবর্হিভূত হত্যাকাণ্ড’ অ্যাখ্যা দিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীদলের কর্মসূচিতে লাখ লাখ গাছ কাটা হয়েছে। গাছগুলোতো আর আওয়ামী লীগ করে না। তবে নির্বিচারে গাছ কাটা হলো কেন। এটাও তো এক ধরনের বিচারবর্হিভূত হত্যাকাণ্ড।

এ ধরনের হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না বলে জানান তিনি।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিএ'র পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, গাড়িগুলোতে নির্বিচারে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়ায় ৪৭ জন গাড়িচালক ও হেলপার ঘুমন্ত ও জাগ্রত অবস্থায় মারা গেছেন। এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

তিনি বলেন, মন্ত্রী ও সচিব সৎ হলে দেশের ৭৫% দুর্নীতি কমে যায়।

স্পিড বেকারকে হাইওয়ের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী জানান, হাইওয়ে থেকে স্পিড বেকার অপসারণের কাজ চলছে।

টার্মিনালগুলোর জায়গা থাকা সত্ত্বেও যেসব মন্ত্রণালয় অবৈধ দখলদারদের হাতে সরকারি জমি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান্ত্রমন্ত্রীর কাছে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করে যোগাযোগমন্ত্রী বলেন, আমার কপালে কী আছে জানি না। তবে এদের কাউকেই ছাড়বো না।

এছাড়া যোগাযোগ খাতে টেন্ডার ভাগাভাগি, বদলি বাণিজ্য, দুর্নীতি বন্ধ করা হবে বলেও অঙ্গীকার করেন ওবায়দুল কাদের।

বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী গাড়িচালক, গাড়িশ্রমিক নেতাসহ বিআরটিএর কর্মকতারা।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.