আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ ভেঙে দেয়ার দাবি খোকনের

বুধবার সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিলের পর সমাবেশে তিনি এই আহ্বান জানান।

সরকারের উদ্দেশ্যে খোকন বলেন, “সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন। নতুবা জনগণ গর্জে উঠবে। তাতে পালাতেও পারবেন না। ”

‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশনের দিন সারাদেশে কালো পতাকা মিছিলের এই কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।

দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবন থেকে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল শুরু হয়। মিছিলটি ভবনের বিভিন্ন করিডোর ঘুরে সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন সড়কে যায়। পরে ওই ভবনের সামনেই সমাবেশ হয়।

সেখানে মাহবুব উদ্দিন খোকন বলেন, “আজ নাকি সংসদ বসছে। এই সংসদের ১৫৩ জন জনগণের ভোটে নির্বাচিত নন।

এটা সংবিধানের চেতনার পরিপন্থী।

এই বিএনপি নেতার অভিযোগ, জনগণ ভোটে আসুক তা চায় না বলেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচন করেছে।

“যেখানে নির্বাচন করেছে, সেখানেও মানুষ ৫ ভাগের বেশি ভোট দেয় নাই। তাই এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। ”

খোকন বলেন, সরকার এখন বিরোধী মতের নেতা-কর্মীদের ‘খুন-গুমের’ পথ বেছে নিয়েছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “এই গ্রেপ্তার ও মিথ্যা মামলা বন্ধ করুন। রাজনৈতিক নেতাদেরকে মুক্তি দিন। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।