আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ ভেঙে দেয়ার দাবি খোকনের -এই সংসদের ১৫৩ জন জনগণের ভোটে নির্বাচিত নন। এটা সংবিধানের চেতনার পরিপন্থী

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

আমরা কোন দেশে বাস করি?

মগের মুল্লুক ছিল মগদের স্বেচ্ছাচার, স্বৈরাচার আর অত্যাচারের কাহিনী,

হিরক রাজার দেশ- পাগলা রাজার সেইম কিচ্ছা

৫% সমর্থন নিয়ে ৯৫ %কে শাসন করবে!!!! এইটা কোন মুল্লুক!!!!!!!!!!


বর্তমান সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
Print Friendly and PDF

বুধবার সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিলের পর সমাবেশে তিনি এই আহ্বান জানান।

সরকারের উদ্দেশ্যে খোকন বলেন, “সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন। নতুবা জনগণ গর্জে উঠবে। তাতে পালাতেও পারবেন না।



‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশনের দিন সারাদেশে কালো পতাকা মিছিলের এই কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।
দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবন থেকে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল শুরু হয়। মিছিলটি ভবনের বিভিন্ন করিডোর ঘুরে সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন সড়কে যায়। পরে ওই ভবনের সামনেই সমাবেশ হয়।
সেখানে মাহবুব উদ্দিন খোকন বলেন, “আজ নাকি সংসদ বসছে।

এই সংসদের ১৫৩ জন জনগণের ভোটে নির্বাচিত নন। এটা সংবিধানের চেতনার পরিপন্থী।
“যেখানে নির্বাচন করেছে, সেখানেও মানুষ ৫ ভাগের বেশি ভোট দেয় নাই। তাই এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। ”
খোকন বলেন, সরকার এখন বিরোধী মতের নেতা-কর্মীদের ‘খুন-গুমের’ পথ বেছে নিয়েছে।


সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “এই গ্রেপ্তার ও মিথ্যা মামলা বন্ধ করুন। রাজনৈতিক নেতাদেরকে মুক্তি দিন। ”




খবরটা শুধু খবর হয়েই যেন রইছে!!! আমরা কি তবে ভয়ে, আতংকের মাদসিয়ায় আক্রান্ত!!!!!
তেলাপোকার মতো টিকে থাকার তত্ত্বে বিশ্বাসী!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।