আমাদের কথা খুঁজে নিন

   

অজেয় বায়ার্নের আরেকটি জয়

বুধবার স্টুর্টগার্টকে ২-১ গোলে হারিয়েছে গত মৌসুমে জার্মানির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ জেতা বায়ার্ন। ফলে লিগে ৪৩ ম্যাচ অপরাজিত থাকার গৌরব ধরে রাখলো বায়ার্ন।

প্রতিপক্ষের মাঠে ২৯ মিনিটে স্বাগতিক স্ট্রাইকার ভেদাদ ইবিসেবিচের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। প্রথমার্ধে ম্যাচে ফেরার বেশ কটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। গোলক্ষরায় দ্বিতীয়ার্ধেরও অনেকটা সময় কেটে যায়।

অবশেষে ৭৬ মিনিটে স্ট্রাইকার ক্লদিও পিজারোর গোলে সমতায় ফেরে অতিথিরা। আর 'ইনজুরি' সময়ে স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার গোলে মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত হয় জার্মানির সবচেয়ে সফল দল বায়ার্নের।

১৮ রাউন্ড শেষে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৫০। বায়ার্নের থেকে ১৩ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে বেয়ার লেভারকুজেন। তৃতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৩৩।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।