আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন আজাদ : আমার স্ফীত বুকের অজেয় পাঁজর

কেউ কেউ একা

দেশ অসুস্থ্ সময়ের সাথে বসবাস করছে। বিডিয়ার সদর দপ্তরে এখনও অস্থিরতা। দেশের মানুষ আতংকে। সেনাবাহিনীর সাথে জওয়ানদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সারাদেশে। পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে।

সরকার নিয়ন্ত্রণের কথা বললেও নিয়ন্ত্রণে আসছে কি? মোবাইল নেটওয়ার্ক বন্দ হয়ে যাবে। যোগাযোগের মাধ্যম বন্ধ। এ কিসের আলামত? তারপর দেশ চলছে। চলছে দেশের মানুষ। যত বড়ই অতঙ্ক হোক না কেন তার মধ্যে দেশ চলবে।

খাওয়া বন্ধ থাকবে না। পায়খানা বন্ধ থাকবে না। দেশে এই অবরুদ্ধ পরিস্থিতি অন্য কথা জানান দিচ্ছে। পাঁচজন মৃত বলে রাতে জানতাম। সকালে দেখলাম ৫০ জন।

এরপর দেখবো.... যাই হোক, আমি এই দুর্দিনে বলতে চাচ্ছি- আমার একজন প্রিয় মানুষের কথা। অতীত তিনি। না, স্রষ্টা কখনও অতীত হন না। স্রষ্টার সংগা কি? যে সৃষ্টি করে তাকে স্রষ্টা বলে? যদি তাই হয় তাহলে আমার স্রষ্টার উপর আজকের এই দিনে চলেছিল এলোপাথারি চাপাতির কোপ। রক্তাক্ত হয়েছিল বইমেলার অঙিনা।

আমি আমার স্রষ্টার কথা ভুলিনি। আমরা ভুলিনি। আমরা সেই দিনটি কথা ভুলিনি। আমরা ভুলিনি। হুমায়ূন আজাদ আজ নেই।

তাঁর পতাকা দিয়ে গেছে আমার হাতে। আমাদের হাতে। তাঁর কণ্ঠ আজ আমার কণ্ঠ। আমাদের কণ্ঠ। দেশের এই চরম অবস্থায়ও আমি আমরা মনে রেখেছি- আমাদের স্রোষ্টাকে।

সৃষ্টি কি কখনও স্রোষ্টাকে ভুলতে পারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.