--আমি রাজনীতি বুঝি না । রাজনীতির চর্চা ও করিনা !!! ...বর্তমানে , বাংলাদেশে রাজনীতির নামে যে হিন্দি সিরিয়ালের কুটনামি , অসৎ চর্চা চলে , সত্যি বলছি , সবকিছুই আমার মাথার ৪ ইঞ্চি উপ্রে দিয়া যায় !!
--যখন ,কট্টর আওয়ামী ও বি-এন-পি ঘরানার কারোর পারস্পরিক বাকযুদ্ধের মুখোমুখি হয়েই যাই ,এতো আত্ম-সংঘাতমূলক কথার সম্মুখীন হই , টোটালি পাজলড হয়ে যাই । তখন , নিজের ক্ষেত্রে আমার একটা অনেস্ট রিয়েলাইজেশন হয় যে , আমি এবং বাংলার বেশিরভাগ আমজনতা হলাম , আবুল ঘরানার অন্তর্ভুক্ত। যাদের নিয়ে ,এসব তথাকথিত জাতির বিবেক নামধারী , Self Oriented , বাকপটু পলিটিশিয়ানরা নিজেদের স্বার্থেই প্লে করেন ... :-(
-তবে,একটা দলকে সাপোর্ট করতেই হয় । তাই ,মুক্তিযুদ্ধে অতীত
ইতিহাস , কিছু ত্যাগী নেতার ব্যক্তিত্ব ও সামগ্রিক দিক পর্যালোচনা করে আওয়ামী লীগকেই সব দলের থেকে প্রেফার করি ।কিন্তু,আমি এই লীগকে কোনভাবেই বুঝতে পারছিনা !!!প্রহসনের নির্বাচন ,
বিরোধী দল-বিহীন সংসদ , শামীম ওসমান নামের হাই প্রোফাইল সন্ত্রাসীদের নিজের ছত্রছায়ায় রাখার যৌক্তিকতা কতটুকু ?? আর , আজ এ আমি কি শুনলাম ??? !!!!
-যেই দেশে সাগর-রুনির মত নিরীহ ,সৎ ,আত্মনিবেদিত সাংবাদিক
জুটির টুকরো লাশ বেডরুমে পরে থাকে। আর ৪৮ ঘণ্টার মধ্যেই দেশোদ্ধার করে ফেলার ঘোষণা দিয়েও ,এতো মানববন্ধন , গোটা জাতির চাওয়ার পরেও ২বৎসর অতিক্রান্ত হয়ে গেলো , খুনিকে ধরা হয়না । রাজনৈতিক প্রতিহিংসার অসহায় শিকার মেধাবী , ইনোসেন্ট একটা বাচ্চা , ত্বকীর খুনিদের বিচার হোলনা ... !!!
-- তায় ,আটককৃত দশ ট্রাক অস্ত্র মামলায় প্রতিপক্ষ দলের নেতৃ-স্থানীয় রাজনীতিকদের ফাঁসির রায় হয়ে গেলো ???!!!!! ... :-O ...
--হয়তো এর পেছনে ও ক্ষমতা কুক্ষিগত রাখার নীল-নকশার মত , স্ট্রং লজিক আছে । আমার মত অভাজনের তা অবশ্য বোঝার কথা
নয় !! তবে , এটুকু অন্তত বুঝি , প্রতিহিংসার রাজনীতি কখনো নিজের দলের জন্যই শুভ ফল বয়ে আনেনা !!! ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।