আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা একাডেমি পুরস্কার পেলেন ১১ জন কবি-সাহিত্যিক

এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১১ জন কবি-সাহিত্যিক। ২০১৩ সালের পুরস্কারপ্রাপ্ত এই ১১ কবি-সাহিত্যিকের নাম গতকাল এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বইমেলা শুরুর আগেই এবার প্রথমবারের মতো একাডেমি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেবেন। এবারই প্রথম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় হেলাল হাফিজ, কথাসাহিত্যে পূরবী বসু, প্রবন্ধে মফিদুল হক, গবেষণায় জামিল চৌধুরী ও প্রভাংশু ত্রিপুরা, অনুবাদে কায়সার হক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুন হাবীব, আত্দজীবনী/ স্মৃতিকথা/ ভ্রমণ কাহিনীতে মাহফুজুর রহমান, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে শহীদুল ইসলাম, শিশু সাহিত্যে কাইজার চৌধুরী ও আসলাম সানী। পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পুরস্কার ঘোষণা করে শামসুজ্জামান খান বলেন, মূলত তিনটি বিষয়কে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, মেলার শুরুতে পুরস্কার দেওয়া হলে পুরস্কারপ্রাপ্তরা মাসজুড়ে আলোচনায় থাকতে পারবেন; দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দিলে তা আরও মর্যাদার হবে এবং তৃতীয়ত, মেলায় পুরস্কারপ্রাপ্তদের বই বিক্রির সুযোগ তৈরি হবে, বোঝা যাবে মনোনয়ন কতটা সঠিক হয়েছে। তিনি জানান, অন্যান্য বছর ১৭-১৮ তারিখে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হতো এবং ২৬-২৭ তারিখের দিকে পুরস্কার তুলে দেওয়া হতো।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.