আমাদের কথা খুঁজে নিন

   

জিংগার মালিকানায় ন্যাচারাল মোশন

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ন্যাচারাল মোশন কিনে নেওয়ায় শীর্ষ পাঁচ গেইমিং ব্র্যান্ডের মালিকানা এখন জিংগার। ‘পিপল’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ওই শীর্ষ পাঁচ গেইমের তালিকায় আছে ফার্মভিল, ক্যাসিনো, ওয়ার্ড উইথ ফ্রেন্ডস, সিএসআর রেসিং এবং ক্লামজি নিনজা গেইমগুলো।
মালিকানা বদল হলেও নতুন মোবাইল গেইমগুলো বাজারজাত করা হবে ন্যাচারাল মোশনের নামেই।
ডেস্কটপ গেইমিংয়ের জগতে জিংগা একসময় ঈর্ষণীয় সাফল্য পেলেও সাম্প্রতিক সময়ে ধস নেমেছে প্রতিষ্ঠানটির তৈরি গেইমগুলোর জনপ্রিয়তায়। বেশিরভাগ ব্যবহারকারী মধ্যে ডেস্কটপ বা ল্যাপটপের বদলে ট্যাবলেট আর স্মার্টফোনের মোবাইল গেইমিংয়ের জনপ্রিয়তা এখন বেশি। তাই ব্যবসা টিকিয়ে রাখতে জিংগা যে মোবাইল গেইমিংয়ের দিকেই ঝুঁকছে তা পরিষ্কার হয়ে গেছে ন্যাচারাল মোশন কিনে নেওয়ার ঘটনায়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।