রয়টার্স জানিয়েছে, ফার্মভিল ২: কান্ট্রি এসকেপের পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি বাজারে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য জিংগা পোকার এবং ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস গেইম দুটির ‘সফটলঞ্চ’ করবে জিংগা। গেইম দুটি আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে বাজারে ছাড়া হবে জুন মাসের শেষভাগে।
একটা সময় গেইমিং জগতে জিংগা সাফল্যের বড় কারণ ছিল সোশাল মিডিয়া ফেইসবুক। শীর্ষ সোশাল মিডিয়াটির গেইমাররা ক্রমশ মোবাইল গেইমিংয়ের দিকে ঝোঁকায় বিপাকে পড়েছিল জিংগা। নতুন গেইমগুলো দিয়ে সোশাল মিডিয়ার মতো মোবাইল প্লাটফর্মেও সাফল্যের স্বপ্ন দেখছে গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি।
গেইমিং নিয়ে জিংগার বিজনেস মডেলে সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউভ হিসেবে মাইক্রোসফটের সাবেক এক্সবক্স প্রধান ডন ম্যাট্রিক যোগ দেওয়ার পর।
ফার্মভিল ২: কান্ট্রি এসকেপে বিভিন্ন পণ্য এবং প্রাণী গেইমের মধ্যেই অদলবদল করতে পারবেন গেইমাররা। পাশাপাশি গেইমের মধ্যেই চ্যাটিংয়ের সুযোগও থাকবে। এছাড়াও অফলাইনে থেকেও গেইমটি খেলা যাবে।
আর জিংগা পোকার এভং ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস গেইম দুটি মোবাইল প্লাটফর্মের জন্য নতুন করে ডিজাইন করেছে জিংগা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।