৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ কারাগারে রূপান্তরিত হয়েছে, আর এই কারাগারের জেল-সুপার শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত দেশব্যাপী নেতাকর্মীদের হত্যা, গুম, হামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, তিন’শ সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ হচ্ছে কারারক্ষী। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই শৃঙ্খলকে ভাঙতে হবে। নইলে দেশে স্বাধীনতার লেশমাত্র থাকবে না।
”
তিনি বলেন, আমাদের কোনো দাবি নেই, দাবি একটাই নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। এ দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের লড়াই করে মাথা উঁচু করে বাঁচতে হবে। আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। আন্দোলন চলছে, চলবে।
ক্রসফায়ার প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এখন যা হচ্ছে এটাকে আপনারা কেন ক্রসফায়ার বলেন। এটাতো ক্রসফায়ার না, ডাইরেক্ট ফায়ার। ক্রসফায়ার হচ্ছে মুখোমুখি যুদ্ধ। যাদের মারা হচ্ছে তাদের হাতে অস্ত্র আছে। এরা কারা, বিএনপির নেতাকর্মী।
আমাদের নেতাকর্মীদের হাতে অস্ত্র থাকলে আমাদের সামনে আপনারা টিকতে পারতেন না। সরকারকে এর হিসাব কড়ায় গণ্ডায় দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ। বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।