কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ
[২০১৩ সাথে জগন্নাথ হলে পুকুরে চারুকলার তৈরি প্রতিমা। ছবি: রাজীব দে]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে যারা জগন্নাথ হলে সরস্বতী পূজা দেখতে আসেন, তারা সাধারণত হলের পুকুরে চারুকলার পোলাপাইনের তৈরি বিদ্যার দেবীর প্রতিমা দেখেই মুখ হা করা মুগ্ধতা নিয়ে বাড়ী ফিরে যান। কিন্তু, জগন্নাথ হলের সরস্বতী পূজার ভেতরের-বাইরের, আগের-পরের আরো অনেক মুগ্ধতার গল্প রয়েছে, সেটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পোলাপাইনরা ছাড়া আর কেউ টের পায় না।
প্রতিটি সরস্বতী পূজার আগে দিয়ে প্রায় সপ্তাহব্যাপী জগন্নাথ হলে থাকা, ২/৩ টা বেনসনের ফ্যাক্টরি জ্বালিয়ে দিতে দিতে ঘুরে ঘুরে প্রতিমা বানানো দেখা, আর এতো জাতীয় দায়িত্ব পালনের পাশাপাশি ঘুরে ঘুরে আড্ডা। পূজার দিনতো আরো বেশী দায়িত্ব, ঘুরে ঘুরে প্রতিটি মন্ডপে যেতে হবে এবং ঐ মন্ডপের পরিচিত বড়ভাই- ছোটভাইকে খুঁজে বের করতে হবে।
তারপর স্ব-আতিথিয়তা গ্রহন করতে হবে না!!!?? সন্ধ্যার পর অন্যরকম এক মায়াবি পরিবেশ, সবাইকে খুব বেশী উদার আর ঝাপসা মনে হয় তখন। হলের মাঠ হয়ে যায়, দেশের সবচেয়ে বড় ড্যান্স ফ্লোর!!
দুনিয়ার শ্রেষ্ঠ সরস্বতী পূজা হয় ঢাবির জগন্নাথ হলে, মহাবিশ্বের শ্রেষ্ঠ প্রতিমাটি বানায় চারুকলা বিভাগ যেটা থাকে জগন্নাথ হলের পুকুরের ঠিক হৃদমাঝারে।
ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমার কাছে না গেলে কখনও বুঝতাম না সরস্বতী পূজা এতো অসাধারণ হইতে পারে।
পোলাপাইনজ্ যারা ক্যাম্পাসে আছো, একটা মুহূর্তও মিস করো না, জীবনের প্রতিটি কণা উপভোগ করো অন্যের বিরক্তির কারণ না হয়ে।
। মনে রাখবা, ইটজ ইউর লাইফ, কালার ইট। দিন শেষে সাদাকালো জীবন লইয়া কি করিবা???
সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।