আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে বাংলাদেশি চ্যানেল না দেখানো দুঃখজনক: বাণিজ্যমন্ত্রী

ভারতে বাংলাদেশি চ্যানেল না দেখানো খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আমরা ভারতীয় চ্যানেলগুলো দেখছি। কিন্তু বাংলাদেশি চ্যানেলগুলো সে দেশে দেখানো হচ্ছে না। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা হবে। ’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যাতে প্রাইম চ্যানেলে প্রথমদিকে থাকে সে বিষয়ে কেবল অপারেটর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের নিয়ে একটি বৈঠক করা হবে। খুব শিগগির অর্থ, তথ্য এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলে বৈঠক করে বেসরকারি টিভি চ্যানেলগুলোর সব সমস্যা সমাধান করা হবে। ’

টিভি চ্যানেলের মালিকরা বলেন, নতুন চ্যানেল আসলে কেবল অপারেটরদের ২০ থেকে ২২ লাখ টাকা ঘুষ দিতে হয়। দেশে দুই থেকে আড়াই কোটি ক্যাবল সংযোগ আছে। কিন্তু আমরা দুই লাখ সংযোগের টাকাও তুলতে পারি না।

আর অন্য দেশ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। এসব বন্ধ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স এর  সভাপতি ও এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু, সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ প্রমুখ।

এর আগে তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে একই বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় অর্থমন্ত্রী বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.