আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ সালের কিছু পত্রিকার খবর সমূহ পর্ব ১২

বাংলা আমার দেশ

বঙ্গবন্ধুর বিচারের নামে প্রহসনের এই প্রতিক্রিয়া মারাÍক হ’বে
বাংলাদেশ নেতৃবৃন্দের তেজোদীপ্ত ঘোষণা
অস্থায়ী রাষ্ট্র প্রধানের তারবার্তা-প্রধানমন্ত্রীর বিবৃতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম জাতিসংঘের সেক্রেটারী জেনারেল মিঃ উথান্ট ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিকট প্রেরিত তারবার্ত্তায় বলেন ইয়াহিয়া খান বর্ত্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মজিবর রহমানের বিচারের প্রহসনে মেতে উঠেছে।
সৈয়দ নজরুল ইসলাম জানান, বাংলাদেশে ব্যাপক গণহত্যায় নিমগ্ন হয়ে ইয়াহিয়ার সৈন্যদের যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তা চাপা দেয়ার ব্যর্থ চেষ্টা হিসাবে জঙ্গী সরকার এখন বঙ্গবন্ধুর বিচারের প্রহসনে মেতে উঠেছে, এধরনের উদ্ধত আচরণের দ্বারা জঙ্গী ইয়াহিয়া সরকার তার সেন্যদের নৈতিক অধ:পতন ঠেকাতে পারবে না।
রাষ্ট্র প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, বঙ্গবন্ধুর বিচারের নামে এ ধরনের কোন উদ্ধত আচরণ বা অপরিণামদর্শী উদ্যোগ নিলে তার প্রতিক্রিয়া মারাÍক রূপ ধারণ করবে, রাষ্ট্রপ্রধানদের নিকট প্রেরিত তারবার্ত্তায় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের মুক্তির ব্যাপারে তাঁদের প্রভাব বিস্তারের অনুরোধ জানিয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ পশ্চিম পাকিস্তানে জল্লাদ সরকারের হাতে বন্দী বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের নয়নের মণি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথিত বিচার প্রহসন বন্ধের ব্যাপারে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সরকারের পৃথক পৃথক এবং জাতিসংঘের মাধ্যমে সমষ্টিগত আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মুজিবনগর থেকে প্রদত্ত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর তথাকথিত বিচার প্রহসনে কেবল প্রতিবাদীই বিচারক এবং রায় কার্যকরকারী।

সুতরাং এহেন বিচার প্রহসনের ফলাফল সহজেই অনুমেয়। তিনি বলেন, ইয়াহিয়া খানের এই জঘন্য চক্রান্ত অবশ্যই বন্ধ করতে হবে। বিশ্ববাসীর উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, জঙ্গী সরকারের এই উদ্দেশ্যমূলক বিচার প্রহসনের ব্যাপারে বিশ্ববাসী যদি কেবল নীরব দর্শক হয়ে থাকেন তাহলে ইহা মানবতা ও সভ্যতার মূল্যায়নের সাথে চরম বিশ্বাসঘাতকতা ও অপরাধের কাজ হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবর রহমানের জীবনের গুরুত্ব শুধু বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের শান্তি ও সমৃদ্ধির মধ্যেই নিহিত নয়, বিশ্বের এই অংশের শান্তি ও স্থিতিশীলতার জন্য ও তাঁর জীবনের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, পাকিস্তানের শাসন ক্ষমতা দখল এবং বাংলাদেশের জনমত ও মানবাধিকারকে নিস্পিষ্ট করার, অপরাধে অপরাধী জেনারেলদের কোন নৈতিক ও আইনগত অধিকার নেই বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের আশা আকাঙ্খার মূর্তপ্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বিচার করার!
লণ্ডনে অবস্থানরত জাতিসংঘে বাংলাদেশ সরকারের প্রতিনিধি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বঙ্গবন্ধুর বিচার প্রহসনের হুমকিতে বিশ্বের শক্তিবর্গ এবং বিবেকবান মানুষকে এ ব্যাপারে হস্তক্ষেপের আবেদন জানান।

তিনি বলেন এই প্রচেষ্টা রোধ করতে না পারলে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে বিক্ষোভের দাবাগ্নি জ্বলে উঠবে, তা বিশ্ব-শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত মারাÍক হবে। বাংলার সাড়ে ৭ কোটি ও বিশ্ব-শান্তির স্বার্থে তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানগুলোকে এই ব্যাপারে হস্তক্ষেপের আবেদন জানান।
বাংলাদেশ (১) \ ১ ঃ ১০ \ ৯ আগস্ট ১৯৭১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।