মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডাকাত দলের সঙ্গে টহল পুলিশের সংঘর্ষের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন একজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শেখেরগাঁওয়ে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার, কনস্টেবল শামীম মিয়া, ইব্রাহীম ও ফারুক। নিখোঁজ রয়েছেন কনস্টেবল আবদুল মালেক।
প্রথম তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে প্রদীপ ও ইব্রাহীমের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। প্রদীপের মাথায় ১০টি ও ইব্রাহীমের মাথায় তিনটি সেলাই লেগেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ফারুককে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাত-আটজনের একটি ডাকাত দল ওই নদীপথ দিয়ে ইঞ্জিন নৌকায় করে যাওয়ার সময় টহল পুলিশের দায়িত্বরত একটি দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও সংঘর্ষ হয়। এতে ওই চার পুলিশ সদস্য আহত ও একজন নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ কনস্টেবল ফারুককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছে।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরিদউদ্দিন জানান, পুলিশ ও ডাকাতদের মধ্যে গুলিবিনিময় হয়েছে।
পুলিশ তিনটি গুলি ছুড়েছে। ডাকাতদের মধ্যে দু-একজন নদীতে পড়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্য ডাকাতরা নৌকা নিয়ে পালিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।