মুন্সিগঞ্জ জেলার সিপাহীপাড়া এলাকায় বিএনপি সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে তিনজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- ফারুক, মো. হোসেন পুস্তি ও মো. আবুল হোসেন।
সদর উপজেলায় কেন্দ্র দখল, এজেন্টদের মারপিট, ভোটারদের বাধা ও জালভোট দেওয়ার প্রতিবাদে শনিবার সকাল ৯টার দিকে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে এ ঘটনা ঘটে।
হাতিমারা পুলিশ ফাঁড়ির এএসআই মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার হাতিমারা এলাকা থেকে হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।
মিছিলটি সিপাহীপাড়া এলাকায় পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ার শেল, ও গুলি ছুড়ে। এতে বিএনপির তিনকর্মী গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন।
আহতদের মুন্সিগঞ্জ সদর জেলারেল হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপালে ভর্তি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এএসআই মনির।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ সদর উপজেলায় কেন্দ্র দখল, এজেন্টদের মারপিট, ভোটারদের বাধা ও জালভোট দেয়ার প্রতিবাদে জেলা শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়। বৃহস্পতিবার দুপুরে মুক্তারপুর বিএনপি কার্যালয়ের সামনে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন পুস্তি নির্বাচন বয়কট করে এই হরতাল আহ্বান করেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।