মঙ্গলবার শতক করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তী ব্রায়ান লার পাশে দাঁড়িয়েছিলেন সাঙ্গাকারা। টেস্টে দুজনেরই শতক ৩৪টি করে।
বুধবার দ্বি-শতকে পৌঁছে আবারও লারার পাশে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটসম্যান। দুজনেইর দ্বি-শতক ৯টি করে। সর্বোচ্চ ১২টি দ্বি-শতক সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের।
প্রথম টেস্টে শতক করা কিথুরুয়ান ভিথানাগেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন অনিয়িমিত স্পিনার নাসির হোসেন। পরের ওভারেই দিলরুয়ান পেরেরাকে পরিষ্কার এলবিডব্লিউ করেন সাকিব আল হাসান।
বুধবার প্রথম সেশনে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ৪০৫ রান। ২০৩ রানে অপরাজিত আছেন সাঙ্গাকারা।
সকালে ৫ উইকেটে ৩১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেই দ্রুত রান তোলে অতিথিরা।
চোটের কারণে দ্বিতীয় দিন মাঠে নামেননি বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তার বদলে কিপিং করছেন শামসুর রহমান। আগের চোট পাওয়া আব্দুর রাজ্জাক দ্বিতীয় দিনও মাঠে নামেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।