আমাদের কথা খুঁজে নিন

   

আড়াই বছর পর জ্বালানি মন্ত্রণালয়ে বসছেন প্রধানমন্ত্রী

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোফাখখারুল ইকবাল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর অফিস করার সূচি নির্ধারিত আছে।

টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার ২৪ দিনের মাথায় এটাই হবে  বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিনের অফিস।  

গত পাঁচ বছরে তিনবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী। সবশেষ ২০১১ সালের ৮ অগাস্ট তিনি এ মন্ত্রণালয়ে অফিস করেন।

গতবারের মতো এবারো গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয় নিজের হাতেই রেখেছেন প্রধানমন্ত্রী ।

  এবারো মন্ত্রীর মর্যাদায় তার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন   তৌফিক-ই এলাহী চৌধুরী। আর এ সরকারে প্রতিমন্ত্রী হিসাবে এসেছেন নসরুল হামিদ বিপু।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয়ের ৬ নম্বর ভবনে বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিস ইতোমধ্যে দ্বিতীয় তলার ১২২ নম্বর কক্ষ থেকে তৃতীয় তলায় স্থানান্তর করা হয়েছে। ওই কক্ষকেই প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর বসার জন্য। এরইমধ্যে কক্ষের সামনে প্রধানমন্ত্রীর নামফলকও লাগিয়ে দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বসবেন তৃতীয় তলায় জ্বালানি উপদেষ্টার কক্ষে। তবে উপদেষ্টার জন্য এখনো নতুন কোনো কক্ষ বরাদ্দ দেয়া হয়নি।

সম্মেলনকক্ষসহ পুরো মন্ত্রণালয়ই গত তিন দিন ধরে ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করার কাজ চলছে। আনা হয়েছে নতুন চেয়ার, আসবাবপত্র মন্ত্রণালয়ে। ভবনের বিভিন্ন অংশে লেগেছে নতুন রঙের পোচ।

যে লিফট দিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে উঠবেন তা ঝকঝকে করে তোলা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের হাত পড়েছে ৬ নম্বর ভবনের আশেপাশেও।

প্রধানমন্ত্রী আসছেন, তাই ওই ভবনের নিচ তলার ক্যান্টিনটিও বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রাখার নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে।

গত ১২ জানুয়ারি নসরুল হামিদ বিপুকে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হলেও ২৬ জানুয়ারি তার দপ্তর পুনর্বণ্টন করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।




সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.