আমাদের কথা খুঁজে নিন

   

উপজাতিরা কি এই ভূখন্ডের(বাংলাদেশের)আদিবাসীর প্রতিনিধি?

দেশটা আমাদের। এর জন্য ভাল কিছু করতে হলে আমাদেরই করতে হবে। Mail:rabiul@gmail.com

বাংলাদেশের আদিবাসী কারা? আমরা যাদের উপজাতি বলি তারা কি এই ভূখন্ডের আদিবাসী? আমরা কি তাদের পিটিয়ে মেরে এই ভূমি থেকে তাড়িয়ে দিয়েছি যে তারা কোন মতে পাহাড়ে টিকে আছে?২০০-৩০০ বছর আগে পার্বত্য এলাকায় এসে বসবাস করলে যদি আদিবাসী হওয়া যায় তাহলে আমেরিকায় যে ইউরোপীয়রা ৩০০ বছর ধরে বাস করছে তারাও আদিবাসী। কিন্তু কই ওই সব ইউরোপীয়দের তো কেউ আদিবাসী বলে না?যে বাংগালীরা এই ভূখন্ডে হাজার বছর ধরে বসবাস করছে তারা কি?অনেক আগে থেকে বিভিন্ন এনজিও এই সব উপজাতিদের বিদেশে আদিবাসী বলে পরিচয় করিয়ে দিচ্ছে। একসময় আমাদের পার্বত্য ভূমি কে না তারা নিজেদের দাবী করে(অলরেডি এই রকম দাবী শান্তিবাহিনী করে ছিলো)?তারা যদি বিদেশের কাছে আদিবাসী পরিচয়ই লাভ করে আর সরকার চুপ করে বসে থাকে তাহলে এক সময় এই পার্বত্য এলাকা বিদেশীদের চাপে স্বাধিকার আরো পরে স্বাধীনতা পেয়ে যেতে পারে।

যদি তারা আদিবাসী না হয় তাহলে তারা জাতিসংঘে আদিবাসীদের প্রতিনিধি হিসেবে ভাষণ দেয় কি করে?বাংলাদেশ থেকে জাতিসংঘে আদিবাসীদের প্রতিনিধি হিসেবে তাদের এক জনের ভাষণ
Click This Link
এটা কিভাবে সম্ভব?তারা তো এই ভূখন্ডের আদিবাসীই না।
আমি অবশ্যই উপজাতীদের অধিকারের পক্ষে। তারা যাতে নিজেদের ভাষায় পড়ালেখা করতে পারে,তারা যাতে আমাদের নিকট বৈষ্যমের শিকার না হয় সে জন্য আমি পার্বত্য শান্তি চুক্তির পক্ষে। সব দিক থেকে তারা আমাদের থেকে অনেক পিছিয়ে। চাকুরীতে,ইউনিভার্সিটিতে তাদের কোটা বাড়ীয়ে বা তাদের জন্য শর্ত শিথিল করে তাদের সুবিধা দেয়ার পক্ষে।

কিন্তু তাদের আদিবাসী বলে স্বীকার করতে রাজী না।
এই দেশ আমাদের বুকের রক্তে কেনা দেশ। লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া দেশ। এই দেশের আদিবাসী আমরাই। উপজাতিদের আদিবাসী হিসেবে সীকৃতি দেয়া আমাদের ভূখন্ডকেই বিপদে ফেলার নামান্তর।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।