আমাদের কথা খুঁজে নিন

   

উপজাতিরা আদিবাসি হয় কিভাবে?

আদিবাসি মানে যারা আদিতে বাস করতো। এখন পাহাড়ে যারা বাস করেন চাকমা মারমা সাওতাল তারা কোন ভাবেই এদেশে বসবাসকারিদের মধ্যে সবচেয়ে প্রাচীন হতে পারে না। বরঞ্চ সেই অর্থে আমরা আদিবাসি। পাহাড়ী বলাটাও যুক্তিসংগত নয় একারণে যে,পাহাড়ের মালিক শুধু তারা নয়। বাংলাদেশের নাগরিক সবার সমভূমি ও পাহাড়ে অধিকার আছে।

বরঞ্চ এই কথা বলা যায় নেহেরু-বৃটিশ যে বাংলাদেশ দিয়েছেন এটা বঞ্চনার বহিপ্রকাশ্ । বাংলাদেশের ম্যাপটাই তার সাক্ষি। উত্তরের শিলং ম্যাসিফ ভারত নিল কেন?ওটা আমরাই বেশি প্রাপ্য। আবার ত্রিপুরার পাহাড় অংশটা বাদ দিয়ে আমাদের সমভূমি দেয়া হয়েছে। বড় পাহাড় তথা সম্পদের পাহাড় গুলো আমাদের দেয়া হয় নাই।

আমাদের দেয়া হয়েছে সমভূমি। এই সমস্ত পাহাড়ে আমাদের অধিকার অমূলক নয়। আর উপজাতিদের আদিবাসি বলে সুশীল সমাজ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত কর্মকান্ডে লিপ্ত। তসলিমা নাসরিন রা ইসলামের বিপক্ষে লিখে ডলার পান। সুবর্ণা মুস্তফাও অসভ্যতা আর ধর্মবিরুধী অবস্হানের প্রচারণার জণ্য ডলার পান।

আমার আশংকা বুদ্ধিজীবীমহল এই ইস্যুতে বলে ডলার পান কি না?আমার মনের এটাই জিজ্ঞাসা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।