পৃথক অভিযানে গান পাউডারসহ আমদানী নিষিদ্ধ ট্যাবলেট এবং ফেন্সিডিল, মদসহ এক কিশোরকে আটক করেছে বিজিবি।
পরে আটক কিশোরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আটক মোঃ শাহিনুর রহমান (১৮) বিরামপুরের কাটলা বাজারের দামোদরপুর বাসুপাড়ার হাবিবুর রহমানের পুত্র।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১১ লক্ষ ৪৫ হাজার ৩৫০ টাকা বলে বিজিবি জানায়।
বিজিবি জানায়, গতকাল ভোরের দিকে ভারত থেকে অবৈধপথে বিভিন্ন প্রকার মালামাল আসতে পারে সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল ফুলবাড়ী থানার জয়নগর নামক এলাকায় ওত্ পেতে থাকে।
পূর্বের তথ্যানুযায়ী ৬/৭ জন লোককে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে লোকগুলো টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে মালিকবিহীন অবস্থায় ১৯০ কেজি গন্ধক (গান পাউডার) এবং ৪৯,০০০ টি বিভিন্ন প্রকার আমদানী নিষিদ্ধ ট্যাবলেট আটক করে।
অপরদিকে, একই ভোরে হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল বিরামপুর থানার চন্ডিপুর নামক এলাকায় একজনকে তল্লাশি করে তার নিকট থেকে বডি ফিটিং অবস্থায় ৪৯ বোতল ফেন্সিডিল, ৬ বোতল বিদেশী মদ এবং ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। আটক মোঃ শাহিনুর রহমান (১৮) বিরামপুরের কাটলাবাজারের দামোদরপুর বাসুপাড়ার হাবিবুর রহমানের পুত্র।
পরে আটককৃত কিশোরকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য এবং মালামালের নিস্পত্তিসহ ৬ মাসের কারাদন্ড প্রদান পূর্বক বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
টহলদল কর্তৃক আটককৃত গন্ধক, ট্যাবলেট, ফেন্সিডিল, বিদেশী মদ এবং গাঁজার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৪৫ হাজার ৩৫০ টাকা বলে বিজিবি জানায়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।