আমাদের কথা খুঁজে নিন

   

লর্ডসের বাইশ গজে ফের শচীন-ওয়ার্ন

লর্ডস ক্রিকেট মাঠের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে পালিত হচ্ছে এক প্রদর্শনী ম্যাচ। ম্যাচকে কেন্দ্র করেই ফের কিংবদন্তি লড়াই। মুখোমখি হচ্ছেন শচীন তেন্ডুলকার ও শেন ওয়ার্ন।

লর্ডসের দ্বি-শতক জন্মদিনের বিশেষ ম্যাচে অংশ নেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও অবশিষ্ট বিশ্ব একাদশ। খেলাটি হবে আগামী ৫ জুলাই।

এমসিসি দলকে নেতৃত্ব দেবেন শচীন আর অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়ক ওয়ার্ন। ৫০ ওভারের ম্যাচটিতে শচীনের দলে রাহুল দ্রাবিড়ও থাকবেন। বেশ কয়েকজন বিখ্যাত ক্রিকেটারকেও খেলতে দেখা যেতে পারে।

এ প্রসঙ্গে শচীন বলেছেন, খুব ভালো লাগছে। সম্মানিত বোধ করছি।

অপরদিকে, শেন ওয়ার্ন বললেন, শচীনের দলের বিরুদ্ধে খেলতে হবে ভেবে এখন থেকেই বেশ গা গরম লাগছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।