আমাদের কথা খুঁজে নিন

   

হারার পর লর্ডসের পিচ নিয়েও প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক ধনি

ভাল পাঠক হলেও নিজে কিছু লিখতে পারি না,মনের ভাবটা তাই ঠিকমত প্রকাশ করতে পারিনা....... এরেই বোধহয় বলে 'নাচতে না জানলে উঠান বাঁকা'! ২০০০তম টেস্ট ম্যাচে ১৯৬রানের বড় ব্যবধানে হারার পর নাম্বার ওয়ান টেস্ট টীমের কাপ্তান মাহেন্দ্র সিং ধনি ক্রিকেট তীর্থ লর্ডসের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে পিচ অতিরিক্ত বাউন্সি ছিল,তারা এতটা আশা করেনি যার ফলে এত স্মরণীয় ম্যাচটা তারা হেরে বসেছে। তো ধনি কী আশা করেছিলেন? স্পিনিং বা আইপিএলের মত ব্যাটিং পিচ? তাহলে মনে হয় ধনি ভেবেছিল ম্যাচটা লর্ডসে না ইডেন গার্ডেনে হচ্ছে! একই পিচে টসে হেরে বৃষ্টির পর পরই ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় তুলল,পিটারসেন ডাবল সেঞ্চুরি করল,এমনকি বোলার ব্রড পর্যন্ত ফিফটি করল অথচ ধনিরা মারল ডাব্বা! আসলে ক্ষমতার দাপটে ভুলে যায় খেলা ইন্ডিয়ায় হচ্ছে নাকি বাইরে হচ্ছে,তাই লর্ডসের পিচও নিজেদের মত করে বানাতে চায়!! এই টেস্ট ম্যাচটা যদি ইন্ডিয়া যদি ইন্ডিয়া জিততো তাহলে কি যে হত আল্লাহ মালুম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.