আমাদের কথা খুঁজে নিন

   

অভিনয়টা করি ভালো লাগার জায়গা থেকে

'মাগো তোমার জন্য' নাটকটি নিয়ে কিছু বলুন?

এ নাটকে আমাকে এক মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে। তার একটি ছোট ছেলে আছে। একটু ভালো করে বাঁচার আশায় আদম ব্যবসায়ীর মাধ্যমে মেয়েটি কাতারে চলে যায়। তাকে যে কাজ দেবে বলে দেশ থেকে নেওয়া হয়েছিল, সেই কাজ তাকে দেওয়া হয় না। তাকে কাজ করতে হয় কাতারের একটি পরিবারের বাড়ির কাজের লোক হিসেবে।

শুরু হয় তার কষ্টের জীবন।

 

নাটকটি করতে গিয়ে কোনো স্মৃতি আছে?

বছরখানেক আগে যখন আমরা কাতারে এর কাজ করতে গিয়েছিলাম, তখন সেখানকার তাপমাত্রা অনেক বেশি ছিল। বাইরে প্রচণ্ড গরমের মধ্যে আমাদের কাজ করতে হয়েছে। কিন্তু পরিচালক মাহফুজ আহমেদের কাজ দেখে মনে হয়েছিল, তিনি ঢাকায় বসে কাজ করছেন! দেশের বাইরে চিত্রায়িত নাটকগুলোতে সাধারণত এত যন্ত্রপাতি নেওয়া হয় না। আর এ কাজটি করতে গিয়ে সেখানকার অনেক বাঙালি ভাইয়ের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে।

প্রায় প্রতি রাতে আমরা কোনো না কোনো বাঙালির বাসায় খেয়েছি। তারা তাদের জীবনের অনেক গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

 

টিভি নাটকে আপনাকে এখন কম দেখা যাচ্ছে কেন?

আমি মনে করি, তৃপ্তি না পেলে কাজ কম করাই ভালো। আর এ সময় এসে আমি মনে করি, একটু বেছে কাজ করাটাই ভালো। ইদানীংকার একই ধরনের নাটকে কাজ করার মতো কোনো কারণ খুঁজে পাই না।

আর আমি অভিনয়টা করি ভালো লাগার জায়গা থেকে।

 

বর্তমানে নাট্য পরিচালনায় বেশ কয়েকজন নতুন পরিচালক এসেছেন। তারা কেমন করছেন বলে আপনি মনে করেন?

আমার নতুনদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। তাদের মধ্যে এঙ্পেরিমেন্ট করার একটি ভালো গুণ আছে। তারা একটি বিষয়কে ভেঙে নতুন একটি রূপ দেওয়ার চেষ্টা করেন।

আমি মনে করি, তাদের আমাদের টিভি চ্যানেলগুলো সাহায্য করা দরকার। তাদের কাজগুলো ভালো মূল্যায়ন কারা উচিত।

 

আর নতুন অভিনেতা-অভিনেত্রীরা?

আমাদের দেশে যতগুলো টিভি চ্যানেল আছে, সে তুলনায় অভিনেতা-অভিনেত্রী নেই। তাই আমি মনে করি, নতুনদের আরও অভিনয়ে আসা দরকার। কিন্তু একটি বিষয় তাদের মাথায় রাখতে হবে, অভিনয়টা একটি শিল্প তাই একটু শিখে আসা ভালো।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।