আপনার পরিচালনায় দ্বিতীয় নাটক 'নোয়াশাল' নিয়ে কিছু বলুন?
নাটকটির ভালো সাড়া পাচ্ছি। ধারাবাহিকটি লিখেছেন কামরুল আহসান? কাহিনী, নাট্যরূপ আর পরিচালনা আমিই করেছি। নোয়াখালী আর বরিশালের দুটি পরিবার নিয়ে ধারাবাহিকটির গল্প। এদের একটি বরিশালের পরিবার, অন্যটি নোয়াখালীর। এ দুই পরিবারের সদস্যদের সঙ্গতি-অসঙ্গতি, হাসি-কান্না নিয়েই গল্প এগোবে।
এ নাটকে আপনার অভিনয় নিয়ে কিছু বলুন।
ধারাবাহিকটিতে আমি বরিশালের পরিবারের ছেলে। একটা ফুলের দোকান আছে। ফুল ব্যবসাকে সমাজসেবা বলে মনে করি। আমার ইচ্ছা, দেশের সবাইকে প্রতিদিন একটা করে ফুল দেওয়ার মতো ভালো কাজ করি।
কিন্তু আমার বালু ব্যবসায়ী বাবা তা মোটেই পছন্দ করেন না।
পরিচালনার পাশাপাশি অভিনয় করতে সমস্যা হয়নি?
পরিচালনা ও অভিনয় সমান তালে চালিয়ে যেতে পারছি মূলত সঠিক পরিকল্পনার জন্যই। আমি কোনো কাজই হুট করে করি না। অন্তত ছয় মাসের পরিকল্পনা করে তবেই কাজে হাত দিই। ফলে সব কাজই সময়মতো ও ঠিকভাবে করতে পারছি।
আপনার অন্য কাজগুলোর কি খবর?
বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে আমার আটটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এর মধ্যে মাহফুজ আহমেদের মাগো তোমার জন্য, এজাজ মুন্নার যোগাযোগ গোলযোগ, সৈয়দ শাকিলের মামলাবাজ ও সাজ্জাদ হোসেন দোদুলের হল্লাবাড়ি উল্লেখযোগ্য।
পরিচালনায় আমরা কি আপনাকে নিয়মিত পাচ্ছি?
অভিনয়টা আমার প্রাণের জায়গা আর পরিচালনাটা ভালো লাগার জায়গা। আমার ভালো লাগার জায়গা থেকে আমি পরিচালনা করে থাকি। কিন্তু আবার কবে নতুন নাটক পরিচালনায় হাত দেব জানি না।
বর্তমানে পরিচালনায় অনেক নতুন মুখ এসেছে। তারা কেমন করছে বলে আপনি মনে করেন?
আমি অন্যদের কথা জানি না। আমার নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। কারণ তাদের মধ্যে সব সময় একটা নতুন কিছু করার প্রবণতা কাজ করে। বর্তমানে নতুনদের মধ্যে অনেকই ভালো করছে।
নতুন ভালো কাজগুলো ধরে রাখতে হলে আমাদের টিভি চ্যানেলগুলোকে এগিয়ে আসতে হবে। নতুনদের কাজের মূল্যায়ন করতে হবে। আলী আফতাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।