আমাদের কথা খুঁজে নিন

   

গার্ডিয়ান সমাচার

এক ভাই বলছিলেন যা পারো লেখতে থাকো এই বছর আমার ভাইকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে নিয়ে যেতে হইছে...। বিভিন্ন প্রকার গার্ডিয়ান দেখলাম!!! সেই গার্ডিয়ান নিয়েই আজকের বিশ্লেষণ!! মারমুখী গার্ডিয়ান- এনারা সবসময় মারমার কাটকাট ভঙ্গিমায় থাকেন... বাচ্চা পরীক্ষা দিয়ে বের হইলেই বলেন “বাবা পরীক্ষা কেমন হইছে” যদি উত্তর নেগেটিভ আসে তাহলে ওইখানেই ওয়াই ভিসুমাইক ভিসুমাইক......।!!!!!! অভিজ্ঞ গার্ডিয়ান- এনাদের বাচ্চারা খুবই মেধাবী হয়ে থাকে!!!! তাহারা কখনই কোথাও চাঞ্চ পায়না!!! গার্ডিয়ানরা প্রত্যেক বছরই তাদের ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যান এবং তাদের পূর্বঅভিজ্ঞতা অনুযায়ী টাইম পাস করার জন্য সাথে করে পেপার নিয়ে যান এবং যেকোনো এক জায়গায় তা বিছিয়ে বসে পরেন// শিক্ষার্থীরূপি গার্ডিয়ান- এনারা পরীক্ষার পর বাচ্চাকে জিজ্ঞাসা করেন পরীক্ষা কেমন হইছে...। যদি বাচ্চার পরীক্ষা খারাপ হয় তাহলে শোকে দুঃখে নিজেরাই কান্নাকাটি শুরু করে দেন! কিন্তু বাচ্চার কোন ফিলিংস থাকেনা!!!!! কিছুসংখ্যক মায়েরা এটা করে থাকেন!!!! ভবিষ্যৎবক্তা গার্ডিয়ান- বাচ্চার পরীক্ষা খারাপ হলে_“এখন খারাপ হয়েছে তো কি হয়েছে??? পরেরবার অবশ্যই ভাল করবে” নিষ্ক্রিয় গার্ডিয়ান- পরীক্ষা শেষে একটা কথাই জিজ্ঞাসা করবে_ “কেমন হইছে পরীক্ষা???” বাচ্চা কি আনসার দিল তাতে তাদের কোন মাথা ব্যাথা নাই!!!! হিন্দি সিরিয়াল গার্ডিয়ান- বাচ্চার পরীক্ষা ভাল হলে “ভাবী ভাবী আমার ছেলে ফুল আনসার করেছে, আমি বাসায় ওকে সব শিখিয়েছি’ আর পরীক্ষা খারাপ হলে “এত খারাপ পরীক্ষা দিছ! পাশের বাসার ভাবিকে মুখ দেখাবো কি করে”!!!! (মনেহয় পরীক্ষা বাচ্চার আম্মাই দিছে) আরো কয়েকপ্রকার লেখা যেত, কিন্তু এদিকে আমার গার্ডিয়ান পড়তে বসার জন্য বারবার সিগন্যাল দিতেছে//////////// ফি আমানিললাহ !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.