আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তির নির্মম পরিহাস: ধর্ষন মামলার গোপন তথ্য-প্রমান ফাঁস করায় গার্ডিয়ান পত্রিকার উপর জুলিয়ান আসাঞ্জে ক্ষুব্ধ।

Everyone is entitled to my opinion.
গত শুক্রবার (১৭ ডিসেম্বর) লন্ডনের গার্ডিয়ান পত্রিকা সুইডেন পুলিশের কাছে থাকা উইকি লিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের ধর্ষন মামলার গোপন তথ্য প্রমাণ প্রকাশ করলে জুলিয়ান আসাঞ্জে এবং তার আইনবিদ বেশ ক্ষুব্দ হন এবং বলেন এটা তাকে একটা খারাপ পজিশনে ফেলে দেবে। এবং যারাই এই তথ্য ফাঁস করে থাকুক না কেন তারা জুলিয়ানকে বেকায়দায় ফেলার জন্য এটা করেছে। খবরটা পড়ে একটু মজাই পেলাম। গত বছর সরকারী গোপন তথ্য ফাঁস করে সরকারকে বেকায়দায় ফেলে খ্যাতির শিখরে ওঠা জুলিয়ান তার নিজের গোপন তথ্য ফাঁস করায় বেশ মনকষ্টে আছেন। হ্যালো...........জুলিয়ান ..... কেউকি আপনাকে কখনও বলে নাই কাঁচের ঘরে থেকে ঢিল ছুড়তে নাই।

এ প্রসঙ্গে আরও কয়েকটা প্রবাদ প্রবচন মনে পরলো। ১) ইট মারলে পাটকেল খেতে হয়। ২) এক মাঘে শীত যায় না। পাঠককে এখানে একটা কথা পরিস্কার করা প্রয়োজন বলে মনে করি। তার বিরুদ্ধে ওঠা ধর্ষণ কেস সত্যি না মিথ্যা সেটা আমার পোস্টের বিষয় বস্তু না কিংবা সরকারের বিরু্দ্ধে কিছু বলা যাবে না সেটাও আমার বক্তব্য নয়।

আমার মজা লেগেছে "গোপন তথ্য ফাঁস করা" নিয়ে তার মনকস্টের জন্য। 10 days in Sweden: the full allegations against Julian Assange
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।