আমাদের কথা খুঁজে নিন

   

‘হাইজ্যাক’ হওয়ায় স্থগিত, তবে হরতাল হবে: সিপিবি

সোমবার মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সাভারে যে ঘটনা ঘটেছে তা হত্যাকাণ্ড। এ ঘটনার পর সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তাতে আমরা সস্তুষ্ট নই। ”
জনগণের তীব্র ক্ষোভের মুখে ভবন মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে ‘হত্যা মামলা’ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সিপিবি সভাপতি।
হরতাল স্থগিত করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ৩ মে হরতালসহ আরো কর্মসূচি ঘোষণা করা হবে।
“আমাদের ঘোষণার ১২/১৩ ঘণ্টা পর একই দিনে তারা হরতাল দিয়েছে।

১৮ দলের সঙ্গে জামায়াত আছে। জামায়াতকে কোনো গণতান্ত্রিক সংগ্রামে শরিক করে যে আন্দোলন তা জনগণের পক্ষে নয়, গণতন্ত্রের পক্ষে নয়। তারা অশুভ শক্তি। তাদের নিষিদ্ধের দাবিতে সংগ্রাম চলছে। ”
“জামায়াতে ইসলামীর সঙ্গে সিপিবি কোনো দিন যুগপৎ আন্দোলনে শরিক হবে না।


সিপিবির সঙ্গে বাসদ একই দিন হরতাল ডাকলেও তারা তা স্থগিত করেনি।
এতে সিপিবি-বাসদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে কি না জানতে চাইলে সেলিম বলেন, “তারা হরতাল প্রত্যাহার না করলেও তাদের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে। ”
লিখিত বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, “একটি রাজনৈতিক দল বা জোটের কর্মসূচির দিন অন্য কোনো রাজনৈতিক দল বা জোটের আরো একটি কর্মসূচির ঘোষণা গণতান্ত্রিক রীতি-নীতি ও রাজনৈতিক শিষ্ঠাচারের পরিপন্থী। ”
তিনি বলেন, সিপিবির পক্ষ থেকে ২ মে যে হরতাল ডাকা হয়েছিল তার ১০ দফা দাবির মধ্যে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও দাবি ছিল।
তাদের এই দাবিকে আড়াল করতেই বিএনপি-জামায়াত জোট একই দিন হরতাল ডেকেছে বলে অভিযোগ করেন তিনি।


সিপিবি সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি-জামায়াত জোট হরতাল ‘হাইজ্যাক’ করে নিয়ে যাওয়ার পরে আমরা হরতাল স্থগিত করেছি। কিন্তু একই প্রশ্নে অন্য বামপন্থী দলের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হলেও বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার সংগ্রাম অব্যাহত থাকবে। ”
সংবাদ সম্মেলন থেকে ১০ দফা দাবিতে সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ, ৩০ মে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ, মে দিবস পালন এবং ৩ মে প্রতি জেলায় গণসমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.