আমাদের কথা খুঁজে নিন

   

সমকামী রোমিও-জুলিয়েট!

শেক্সপিয়রকে নিয়ে বলিউডে গবেষণা নেহাত কম হয়নি। অনেক কাটাছেড়া চলেছে খ্যাতিমান এ নাট্যকারকে নিয়ে। পরিচালক বিশাল ভরদ্বাজ এনেছেন ম্যাকবেথ থেকে ‘মকবুল’, ওথেলো থেকে ‘ওমকারা’ বা নতুন ছবি হ্যামলেট থেকে ‘হয়দার’৷ কম যাননি হাবিব ফয়জাল ও সঞ্জয়লীলা বনশালিও। নিজের মতো করে পর্দায় নিয়ে এসেছিলেন রোমিও জুলিয়েটকে৷ ‘ইশকজাদে’ ও ‘রামলীলা’য় দর্শক অন্যরূপে দেখেছে রোমিও-জুলিয়েটকে৷ তবে এবার ওভার বাউন্ডারি মারতে যাচ্ছেন পরিচালক ড্যানিস আসলাম। সব পরিচালকের ভাবনা থেকে ৩৬০ ডিগ্রি বাঁক নিয়ে শেক্সপিয়রকে নতুন রূপে সাজাতে চলেছেন তিনি। অর্থাৎ, শেক্সপিয়রের লেখা জনপ্রিয় রোম্যান্টিক গল্পে দিতে চলেছেন সমকামী রূপ!

সমকামী এক প্রেমের গল্পের মধ্যে দিয়েই ফুটে উঠবে রোমিও-জুলিয়েটের প্রেমকাব্য৷ পরিচালকের কথায়, ‘রোমিও-জুলিয়েট এমন এক প্রেমের গল্প, যেখানে রয়েছে ভরপুর প্রেম, রয়েছে আর্তনাদ, ব্যথা, বিচ্ছেদ৷ সমকামী প্রেমে এই সব গুনগুলিই বর্তমান৷ তাই রোমিও-জুলিয়েটের ফরম্যাটকে সমকামী গল্পে ফেলে 'গে' রিলেশনশিপকে সেলিব্রেট করতে চাই৷’ পরিচালক জানান, ৩৭৭ নিয়ে তিনি কোনও রকম মন্তব্য বা বিতর্ক ছবিতে রাখছেন না৷ প্রেমের গল্পকেই গুরুত্ব দেবেন তাঁর সমকামী রোমিও-জুলিয়েটে৷

ছবির চিত্রনাট্য লিখছেন অনু মেনন৷ ছবিটি প্রযোজনা করছেন একতা কাপুর৷ চলতি বছরের মে মাসেই শুরু হবে এই ছবির শ্যুটিং পর্ব৷ তবে রোমি এবং জুলিয়েটের চরিত্রে কারা অভিনয় করবেন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পরিচালক ড্যানিশ৷ 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।