দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।
...সাকিব আল হাসান অর্ধশত রান থেকে আর মাত্র চার রান দূরে ।
*তিন মিনিট পর
...সাকিব আল হাসান অর্ধশত রান থেকে আর নয় রান দূরে রয়েছেন । তিনি তার অর্ধশত রান পূর্ণ করবেন, দলকেও একটা হেলদি ড্র উপহার দিবেন, এই প্রত্যাশা ।
*আরো তিন মিনিট পর
...সাকিব আল হাসান অপরাজিত রয়েছেন চল্লিশ রানে ।
বল করলেন...
!!! বলি, ব্যাট চালালে রান বাড়ে না কমে? ইন্টারনেট কানেকশান না থাকলে পথেঘাটে এই বেতারই ভরসা । অথচ অনেক ভাষ্যকার প্রায়ই ভুল তথ্য দিয়ে থাকেন, যা অত্যন্ত দুঃখজনক । সে যা-ই হোক,
অভিনন্দন মমিনুল হক । অভিনন্দন । অল্প কিছুদিনের টেস্ট ক্যারিয়ারে তিন তিনটা সেঞ্চুরী! মারাত্মক ব্যাপার স্যাপার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।