আপনারা অনেকেই আগে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে সকল বন্ধুদেরকে একসাথে আমন্ত্রণ জানাতেন। কিন্তু ফেসবুক সাম্প্রতিক সময়ে ফেসবুক পেজে ইনভাইট জানানোর ফিচারটি কিছুটা পরিবর্তন করেছে। এখনকার নতুন ফিচারটিতে আপনাকে এক এক করে বন্ধুদেরকে আমন্ত্রণ পাঠাতে হয়। কিন্তু আগে বন্ধুদেরকে মার্ক বা চিহ্নিত করে পাঠাতে হত। ফলে কোড দিয়ে সব বন্ধুদেরকে একসাথে সিলেক্ট করে আমন্ত্রণ পাঠানো যেত।
নিচে ফেসবুক পেজ ইনভাইট পদ্ধতির পূর্বরূপ এবং বর্তমান রূপ (স্ক্রিনশট) দেখানো হলঃ-
ফেসবুকে পেজ ইনভাইট সিস্টেমের পূর্বের অবস্থা
ফেসবুকে পেজ ইনভাইট সিস্টেমের বর্তমান অবস্থা
তাই ২০১৪ সালে আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুক পেজ ইনভাইটের নতুন ফিচারে মাত্র ৩ মিনিটে আমন্ত্রণ জানানোর নতুন ট্রিকস। এতে আপনি মাত্র ৩ মিনিটের মাঝেই আপনার ফেসবুক পেজে আমন্ত্রণ জানাতে পারবেন ফেসবুকের সকল বন্ধুদেরকে। আর আপনার ফেসবুক পেজে লাইক বাড়ানো যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা। তাহলে জেনে নিন আজকের নতুন ট্রিকস।
var inputs = document.getElementsByClassName('uiButton _1sm');
for(var i=0; iinputs[i].click();
}
আশা করি, উক্ত নতুন ট্রিকস ব্যবহার করে আপনার ফেসবুক ফ্যান পেজে লাইক বাড়াতে পারেন সহজেই, অল্প সময়েই।
আমার সাথেই থাকবেন... - ব্লগার মারুফ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।