মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"
গত কিছু দিন ধরে এখানে বাতাস আর বৃষ্টিতে অবস্থা একেবারে যাকে বলে 'ছেরাবেরা'!!! খবর অনুসারে সামারসেট, কর্নওয়েল (অসম্ভব সুন্দর একটা এলাকা....বারবার যেতে ইচ্ছে করে টাইপ) এলাকায় শত বছরেও এই ধরনের বন্যা দেখে নাই কেউ।
....ভাবতেছি বন্যার্তদের সাহায্যে কিছু রিলিফ-টিলিফ নিয়া আগায়া যাব নাকি? ষোলকল পুর্ন হয় যদি বাংলাদেশে 'বিলেতের বন্যার্তদের সাহায্য চেয়ে' কোন প্রোগ্রাম করে কিছু খয়রাত হাসিল করে আনা যায়!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।