বাড়ি দেবো গাড়ি দেবো,
পাতিল দেবো হাঁড়ি দেবো,
কাপড় দেবো শাড়ী দেবো-
নির্বাচনের জন্য।
রাস্তা দেবো ঘাটও দেবো,
মু্ক্ত বাজার হাটও দেবো,
তোমার উঠান ঝাঁটও দেবো,
হবো আমি ধন্য।
হাতে পায়ে ধরনা দেবো,
লাগলে পুত্র কন্যা দেবো,
প্রতিশ্রুতির বন্যা দেবো,
আমায় করো গণ্য।
জিতলে তখন চালটি দেবো,
আমার আসল মালটি দেবো,
আগের মতই পালটি দেবো,
হবো আবার বন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।