ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর......
থানায় ঢুকেই ভদ্রমহিলা রাগে ফেটে পড়লেন, ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্রতিবেশীর বিচার চাই। লোকটা একটা আস্ত বেয়াদব এবং ছোটলোক।
ইন্সপেক্টর: কেন? কী করেছে সে?
ভদ্রমহিলা: আমি যখনই তার বাড়িতে উঁকি দিই, দেখি সে-ও উঁকি দিয়ে আছে!
-------------------------------------------------------------
জলিল সাহেবের কম্পিউটারটা কাজ করছে না।
বারবার মনিটরের পর্দায় লেখা উঠছে, কি-বোর্ডের সংযোগ পাওয়া যাচ্ছে না। বিস্তারিত জানার জন্য ‘এন্টার’ চাপুন!
----------------------------------------------------------
কেরামত মিয়া প্রথম ঢাকায় এসেছেন তাঁর ছেলে বশীরকে সঙ্গে নিয়ে।
বাপ-ছেলে বিস্মিত হয়ে দাঁড়িয়ে ছিলেন একটা লিফটের সামনে। কী তাজ্জব যন্ত্র!
লিফটে উঠলেন একজন বৃদ্ধা। দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার দরজা খুলল। লিফট থেকে বের হয়ে এলেন এক তরুণী।
কেরামত বললেন, কইরে বশীর, জলদি গ্রামে যা। তোর মারে নিয়ে আয়!
----------------------------------------------------------
রাস্তা দিয়ে যাচ্ছে এক লোক।
হঠাৎ দেখে এক ব্যাং তার সামনে এসে হাজির।
ব্যাংটা বলল,
-তুমি আমাকে কিস কর ; আমি প্রিন্সেস হয়ে যাব। তারপর তোমার সাথে একরাত কাটাব।
.
লোকটা ব্যাংটাকে একহাতে তুলে পকেটে রেখে দিল।
কিছুক্ষণ পর ব্যাং
--আচ্ছা আমি ১ সপ্তাহ তোমার সাথে কাটাব।
লোকটা কিছুই বলল না।
কিছুক্ষণ পর ব্যাং বলল,
--আমাকে কিস করো প্লীজ। আমি প্রিন্সেস।
আমি সারাজীবন তোমার সাথে থাকব।
.
এইবার লোকটা উত্তর দিল
--আরে ধুর। প্রিন্সেস দিয়ে কি করব????
একটা কথা বলতে পারা ব্যাং দিয়ে কোটি টাকার বিজনেস করব। ঐরকম প্রিন্সেস প্রতিদিন একটা পাব।
---------------------------------------------------------
পার্কে পাশাপাশি বসে আছেন দুজন।
একজন অন্য জনকে বলল, কী দিনকাল যে এল! আজকাল আর পোশাকআশাক দেখে চেনা যায় না- ছেলে না মেয়ে। ওই যে ওই মেয়েটিকে দেখেন। কে বলবে যে সে মেয়ে!
- যে মেয়েটির কথা বলছেন ও কিন্তু আমারই মেয়ে।
- দুঃখিত! আমি জানতাম না আপনি ওর বাবা!
- মাফ করবেন! আমি ওর বাবা নই, মা।
-------------------------------------------------------------
ছাকিপ খানঃ দাক্তার ছাব, আমার মায় বাচব তো??
ডাক্তারঃ খুব দ্রুত অপারেশন করতে হবে।
অপারেশনের জন্য ৪০ লাখ টাকা লাগবে।
ছাকিপ খানঃ আপ্নে কুনু চিন্তা করবেন
না দাক্তার ছাব! আমি রিকশা চালাইয়া, ইট ভাইঙ্গা, ঠেলাগাড়ি ঠেইল্যা ২ দিনের মইধ্যে আপ্নের সব ট!কা জোগাড় করুম!!!
ডাক্তারঃ আগে কোবি তো! তাইলে এত টাকা খরচ কইরা ডাক্তারী না পইড়া ঠেলাগাড়ি ঠেলতাম....
------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।