জলের অহং
হাসপাতালকে পই পই করে বল্লাম ঘুমাও
জেসিকা কথা শোনেনি
গ্রিফি কখনই শুনবে না কথা।
টিমটিমে সন্ধ্যেবাতি খুব আলগোছে
জ্যান্ত একটা বিকেল গিলে ফেল্লো
আর কপালের পুরোনোদাগ
আরো গাঢ় হলো জেসিকার।
গ্রিফি নামের একটা জিরাফ
খেলাচ্ছলে আকাশটা ছুঁতে গিয়েই ভুল।
ছোট ছোট সাইরেন
চিড়িয়াখানার খাঁচায় বুদবুদ।
দ্যাখো হাসপাতালটা উল্টোদিকে নিয়ে যাচ্ছে কেউ
জেসিকা ঘুমাও
না না জেগে থাকো!
গ্রিফি জাগো
না না ঘুমিয়ে থাকো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।