আমাদের কথা খুঁজে নিন

   

তিন লাইনের গপ-০১



শাড়ি
দুই বছর আগে বড় মেয়ের জন্মদিনে তাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম। গত বছর একটা ত্বক ফর্সাকারি একটা ফেয়ারনেস ক্রিম কিনে দিলাম। এই বছর শাড়িটা সিলিং ফ্যানের সাথে ঝুলছে।

পতাকা
পতাকা দিয়ে আজকাল আমি হাঁড়ি-পাতিল, ঘর-দুয়ার মুছি। মাঝেমাঝে সাহেবের জুতাও মুছে দেই।

অথচ একদিন এই পতাকার জন্য জীবন বাজী ধরে যুদ্ধে গিয়েছিলাম।

ঝালমুড়িওয়ালা
ভাগ্যিস যুদ্ধে গিয়ে গুলি খেয়েও বেঁচে গিয়েছিলাম। তা না হলে আজকে আমার সংসার কেমন করে চলত। সাধারণ মানুষও আমার ঝালমুড়ির স্বাদ থেকে বঞ্চিত হত।

পরহেজগার
আমার কম্পিউটারের হার্ডডিস্কের এক তৃতীয়াংশ ফাইল পাসওয়ার্ড দেয়া থাকে।

রাত যত গভীর হয় ততই আমার কম্পিউটারের পাসওয়ার্ড দেয়া ফাইলগুলা ওপেন হতে থাকে। আমার বাবা মা চান আমিও তাদের মত পরহেজগার মানুষ হই।

জায়নামাজ
একটা জায়নামাজ আমার দাদী আমার মাকে দিয়েছিলেন। আমার মা সেটা আমার বউকে দিয়েছেন। আমার বউ সেটা তার ছেলের বউকে দেয়ার প্রবল ইচ্ছা থাকা স্বত্বেও দিতে পারেননি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।