আমাদের কথা খুঁজে নিন

   

আতেলের বাসর রাতের গপ্প

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

....
.....
.....

জামাই সাহেব লজ্জায় লাল হইয়া বউয়ের নিকটে খাটে বসে।
তাহার মুখে কোন কথা নাই।
মাথায় আছে একগাদা ইকুয়েসান। সে চিন্তায় পড়ে গেল আর মাথায় সার্চ দিতে লাগলো
বাসর রাতের কোন ইকুয়েসান আছে কিনা।
ব্যর্থ হয়ে সে বসে আছে বউয়ের পাশাপাশি
বউ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে আর ভাবছে কখন সে আমার বিশাল বড় ঘোমটা সরিয়ে বলবে চন্দ্রমুখের বঁধু আমার ভাগ্যে এল কি করে।


কিন্তু বউয়ের আশা আশাই রয়ে গেল।
অবশেষে আতেলের কথা ফুটল,

আতেলঃ দেখ আমি তো আগে কখনো বিয়ে করিনি তাই কি বলবো বুজতেছিনা।
এই কথা শুনে বউ একটু নরে চরে বসল।

আতেল বলেই চলল
আতেলঃ এইবারের মত বলে দাও এরপর থেকে আর বলতে হবেনা আমি নিজেই সব করে নিব।

এইবার বউ খেপে গিয়ে গোমটা ফেলে ঝাঁটা নিল

বউঃএর পর মানে,তুই আরও বিয়ে করবি।



আতেলঃ বউয়ের এমন আচর সহ্য করতে না পেরে ফিট হয়ে পড়ে রইল

আর এমনি করে আতেলের বাসর রাত কেটে গেল।

পুনশ্চঃ যারা আতেল না কিন্তু বাসর রাতে বউয়ের ঘোমটা খুলতে নারাজ
এই প্রক্রিয়া শুধু তাদের জন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।