আমাদের কথা খুঁজে নিন

   

শিগগিরই ফিরছেন নেইমার

বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, চোট থেকে সেরে ওঠার পর সোমবার প্রথমবারের মতো মূল দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

চোট কাটিয়ে গত ৩১ জানুয়ারি অনুশীলন শুরু করেছিলেন নেইমার। এবার মূল দলের সঙ্গে অনুশীলন করায় ধারণা করা হচ্ছে শিগগিরই তিনি খেলায় ফিরতে পারেন।

১৭ জানুয়ারি কিংস কাপে গেতাফের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল নেইমারকে। বার্সেলোনা এক মাসের জন্য তাকে হারানোর আশঙ্কা করলেও মাত্র দুই সপ্তাহের মধ্যেই অনুশীলনে ফিরেন তিনি।

আগামী ১৮ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ঐ ম্যাচে খেলার সম্ভাবনা আছে ২২ বছর বয়সী নেইমারের।

অবশ্য তার আগে বুধবার স্প্যানিশ কাপ কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে ২-০ গোল ব্যবধানে এগিয়ে থাকা বার্সেলোনা

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.