তারাসহ ১৫ জনকে পদকের জন্য মনোনীত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১৫ জনের মধ্যে তিনজন মরণোত্তর পদক পাচ্ছেন। তারা হলেন- ভাষাসৈনিক ডা. বদরুল আলম, নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান ও লেখক আকদুস শাকুর।
বদরুল আলম ভাষা আন্দোলনে, এস এম সোলায়মান শিল্পকলায় এবং আবদুস শাকুর ভাষা ও সাহিত্যে এই পদক যাচ্ছেন।
গবেষণায় পদকের জন্য মনোনীত হয়েছেন ড. এনামুল হক। সমাজসেবায় ডা. মুজিবুর রহমান এবং অভিনয়শিল্পী কেরামত মওলা শিল্পকলায় পুরস্কার পাচ্ছেন।
ভাষা ও সাহিত্যে এই বছর পদক পাচ্ছেন কবি রশীদ হায়দার, জামিল চৌধুরী ও ছড়াকার বিপ্রদাস বড়ুয়া।
আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।