আকাশের রং নীল, বেদনার রং নীল,সাফল্যের রং ও নীল...।
১। আম্মুর হাতের খিচুড়ি আর ইলিশ ( ঐ সময়ে ইলিশ পাবো কিনা যানিনা, তবু চেষ্টা করবো )
২। পিজ্জা হাট এ পিজ্জা
৩। ফার্মগেট এর হাসের ডিম সিদ্ধ
৪।
ইন্দিরা রোড এর ২০ টাকার কাবাব রোল ( একটুও মাংস দেয়না, খালি পেয়াজ, তাও অনেক মজা )
৫। মহাখালীর রেল ক্রসিং এর গভীর রাতে পরোটা আর ডিম ভাজা
৬। এরপর ওয়েস্টিন এর দিকে তাকিয়ে থেকে পাশের দোকান থেকে চা খাওয়া।
৭। স্বাদ এর তেহারী ( কি মনে করলাম রে )
৮।
ট্যাকো বেল এর ট্যাকো
৯। বার বি কিউ টু নাইট এর রেশমী কাবাব
১০। ফার্মগেট ওভার ব্রিজ এর চানাচুর মাখা
১১। ফার্মগেট এ আগে গুল্লি কাবাব ছিলো। এখন নাই মনে হ্য়।
থাকলে ঐ টাও খাইতাম।
১২। ক্যাপ্টেনস এর স্মোকড স্যান্ডউইচ
১৩। মোস্তাকিম এর কাবাব
১৪। ছায়ানীড় এর গ্রিল চিকেন
১৫।
নীলক্ষেতের তেহারী
১৬। অনেক চর্বি দিয়া রান্না করা গরুর মাংস ( মইরা যাওয়ার চান্স আসে কিছুটা )
১৭। সংসদ ভবনের চটপটি আর ফুচকা
মহাখালীর কস্তুরী উইঠা গেসে, নয়তো ঐটার শর্মা মিস দিতাম না। একটু নস্টালজিক হইয়া গেলাম, সে কি শর্মা ছিলো ঐটা।
আর লিখার সময় নাই, খিদা লাগসে, খাইতে যাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।