আমাদের কথা খুঁজে নিন

   

তুরষ্কে পিতার হাতে সমকামি পুত্র খুন এবং আদালতের রায়।

এক আকাশের নিচেই আমাদের বসবাস।

পরিবারের সম্মান রক্ষার জন্য একজন পিতা তার সমকামি পুত্রকে হত্যা করে। এই অপরাধের জন্য তুরষ্কের আদালত তাকে যাবতজীবন সাজা দিয়েছে। ২ জুলাই ২০১২ , ১৭ বছরের রোসিন সিসেক কে তুরষ্কের এক রাস্তার পাশে আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন।

এর দুইদিন বাদে সে মারা যায়।

দীর্ঘ দুই বছর আদালতে মামলা চলার পর ১০ ফেব্রয়ারি ২০১৪ তারিখে আদালতের দেয়া রায়ে সিসেকের পিতা মেতিন এবং তার দুই চাচা সেইহমুস ও মেহমুত দোষী সাব্যস্ত হয়। পরিবার থেকে বলা হচ্ছিলো দুর্ঘটনায় সিসেকের মৃত্যু হয়েছে। কিন্তু প্রমাণের অভাবে আদালত সেটা গ্রহন করে নাই। আদালত তিনজনকেই যাবতজীবন কারাদন্ড দিয়েছেন।



নিহত কিশোরের মা আদালত থেকে প্রেসকে বের করে দেয়ার অনুরোধ জানান। উকিলের প্রশ্নোত্তরের এক পর্যায়ে তিনি চিৎকার করে বলেন , যদি আমার পুত্র গে হত , আমি তাকে নিজের হাতে খুন করতাম।

বারবার খুনের কথা অস্বীকার করার পর শেষ শুনানীর দিন তার বাবা খুনের অপরাধ স্বীকার করে নেন।

সন্তান যত বড়ই অপরাধি হোক না কেন , বাবা মা এত নিষ্ঠুর হন কিভাবে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।