শোন আমার প্রতিবেশী, শোন, শোন বন্ধু সবে-
নানাহ রকমের হরতাল আমি, বিক্রি করবো নেবে?
শোন তোমরা সবে –
হরতাল সবের নাগরিক অধিকার গণ আইনের রোলে,
কারণে-অকারণে কাজে লাগবে আমার হরতাল বিনাপ্রয়োজনে ।
তাইতো বলি বিক্রি করবো সুলভমূল্যে, খরিদ করো সবে ।
প্রতিবেশি-
নাও গো তুমি অল্পমূল্যে –
বিবাদ যখন রাঙে উঠবে তোমার আমার মাঝে,
তুমি তখন হরতাল দেবে, বোম ফুটাবে আমার বাড়ির চাঁদে!
বাড়ির পাশের রাস্তায় যখন গাড়ি ছড়বো আমি,
বৃক্ষ দুই-এক কেঁটে পুথাবে রাস্তায় এসে তুমি ।
না হয় তুমি পেট্টোল দিয়ে পুড়িয়ে দেবে গাড়ি,
চালক থাকবে গরিব পোলা ঝলসিবে সে পুড়ি ।
আমি যাবো মামলা করতে, তুমি বিক্ষুভ মিছিল লয়ে,
পুলিশ আসলে পেটাবে তাদের দল বেঁধে দা কুড়াল দিয়ে ।
যেমনি চাই তেমন হরতাল নিতে পারে কিনে,
আছে গো আছে সকল হরতাল আছে আমার তৃণে ।
ধন্য মনে ক্রয় করো হরতাল আমার সনে –
বন্ধু-বান্ধব ডিস্কাউন্টে নাও গো এসে কিনে ।
কাজ হবে বন্ধু-
যখন তোমাদের প্রেমিকারা প্রতারনা করে,
হরতাল দেবে প্রেম হরণে বিকাল সন্ধ্যা ভোরে ।
হরতাল হবে অভিমান তোদের, ফুল বাগান আর পার্কে,
যাবে না কেউ প্রেমিকা লয়ে ঘুরে-বেড়াতে লেইকে ।
আজকে কিনো সস্তা হরতাল কাল নাই আর পাবে,
বোমার হরতাল, দা’য়ের হরতাল, কুড়াল হরতাল যা চাও নেবে ।
লগি বৈটা, তসবি ঝুলির হরতাল আছে দামি,
নিতে পারবা দখল করতে সমস্ত রাজধানী ।
ছাত্র-ছাত্রীর হরতাল আছে –কেম্প্যাস ভাঙার,
শ্রমিকজনে হরতাল আছে শিল্প-পুড়াবার ।
আছে নৌ-পথ আর বিমান পথের সুন্দর হরতাল,
রেল লাইন উপড়ে দেয়ার, হরতাল আছে বগি জ্বালাবার ।
উকিল ব্যারিস্টার হরতাল নেবে?
আদালত ভেঙে দেবার ।
আমার আছে রকমারি হরতাল আর হরতাল ।
নিয়ে যাও দিয়ে যাও কারণ-অকারণে, হরতাল বিনা প্রয়োজনে,
নাগরিক অধিকার হরতাল প্রয়োগকরো সর্ব জনে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।