যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
কারাকোরাম মাউন্টেন রেন্জে কে-২ থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ব্রড পিক অবস্হিত। এটি পাকিস্টানের বালতিস্তানে গাশেরব্রাম ম্যাসিফের অংশ । এর শীষ অনেকটা ছড়ানো তাই পশ্চিমারা এর নাম দিয়েচে ব্রড পিক।
ফ্রিতজ উইনটারস্টেলার , মারকুস স্চ্মুক (Marcus Schmuck ), হারম্যান ভুল ১৯৫৭ সালের ১৯শে জুন, শীর্ষ পিকের বাইরে ৮০৩০ মিটার উচ্চতার " ফোর পিক" আরোহন করেন অক্সিজেন ও হাই অল্টিচিউড পোর্টার ছাড়া !
ভার্টিক্যাল লিমিট নামে খ্যাত, কঠিনতম আট-হাজারী চুড়া 'কে-২' সাথে প্রায় লাগালাগি চুড়া এই গাশেরব্রাম -২। বালটোরো গ্লেসিয়ার ঘিরে কারাকোরামের ৪টি উচু চুড়া, সবকয়টি-ই বিশ্বেরও সর্বোচ্চ ১৩টির মাঝে আছে !
Related posts :
বিশ্বের সবচেয়ে উচু ১৪টি পাহাড় চুড়া
বিশ্বের ১৩তম উচু পাহাড় : গাশেরব্রাম -২
বিশ্বের ১৪ তম শীর্ষ পর্বত শৃংগ : শিশাপাংমা, ভারতীয় নাম গোসাইনাথ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।