ক্রিকেটে আউট হওয়ার পর স্বেচ্ছায় মাঠ ছেড়ে বেরিয়ে আসার পক্ষে-বিপক্ষে কথা চালাচালি হচ্ছে অনেক দিন থেকেই। এবারের অ্যাশেজে বিতর্কটা উসকে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। সেটাই যখন ঝিমিয়ে যাওয়ার মুখে ছিল, সেই সময় বিতর্কের ঘুম ভাঙিয়ে দিলেন ড্যারেন লেম্যান।
অস্ট্রেলিয়া কোচের অভিযোগ, নিজে আউট জেনেও মাঠের বাইরে না গিয়ে ‘নির্লজ্জ প্রতারণা’ করেছেন ব্রড। অস্ট্রেলিয়ার সমর্থকদের প্রতি লেম্যানের আহ্বান, ফিরতি অ্যাশেজে ইংল্যান্ড যখন অস্ট্রেলিয়া সফরে যাবে, সমর্থকেরা যেন এমন কাজ করে, যাতে চোখ জল দিয়ে দেশে ফিরতে হয় ব্রডকে!
ঘটনাটা চলমান অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের।
৩৭ রানে ব্যাট করছিলেন স্টুয়ার্ট ব্রড। অ্যাশটন অ্যাগারের বল ব্রডের ব্যাট ঘেঁষে বেরিয়ে যাওয়ার পর হাডিনের গ্লাভসে লেগে স্লিপে ক্যাচ হয়। কিন্তু আউট দেননি আম্পায়ার আলিম দার। বিস্মিত অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক যে রেফারেল চাইবেন, সেই উপায়ও ছিল না। কারণ ইনিংসে বরাদ্দ দুটি রেফারেল আগেই খরচ করে ফেলেছিলেন।
ব্রড বলটা খেলেই শঙ্কাভরা চোখে আম্পায়ারের দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু আম্পায়ার আউট দেননি দেখে নির্বিকারভাবে ব্যাট চালিয়ে যান। এই নাটকের পর বেলের সঙ্গে দিনটাও পার করে দেন। পরের দিন আউট হন ৬৫ রান করে। ব্রড আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
আলিম দারের ভুল সিদ্ধান্তটির মাশুল অস্ট্রেলিয়া দলকে দিতে হয় ১৪ রানের হার দিয়ে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।