আমি করি চিৎকার, বলি বার বার বাংলাদেশ আমার দেশ
সৌদি আরবঃ প্রবাসীদের নতুন এমআরপি পাসপোর্ট নিয়ে বিভ্রান্তি।
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অনেকেই বাংলাদেশ সরকার কতৃক প্রদত্ত নতুন এমআরপি পাসপোর্ট নিয়ে বিভ্রান্তিতে পরেছেন ইদানিং। পূর্বে বাংলাদেশের যে এমআরপি পাসপোর্ট দেয়া হত তা অনায়াশেই সৌদি কতৃপক্ষ (ইমিগ্রেশন/জাওয়াজাত) গ্রহণ করত। কিন্তু ইদানিং বাংলাদেশ সরকার পূর্বের পাসপোর্ট এ পরিবর্তন এনে নতুনভাবে প্রিন্ট করে বিতরন করছে। এতে করে সৌদি আরবে বসবাসরত প্রবাসিদের জাওয়াজাতে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
প্রবাসিদের সমস্যা ও দুতাবাসের পক্ষ থেকে দেয়া জবাবগুলো অনেকটা নিম্নরুপঃ
প্রবাসীর প্রশ্নঃ আমি কিছুদিন পূর্বে আমার পুরাতন পাসপোর্ট রিইস্যু করাই নতুন পাসপোর্ট এ ভিসা ট্রান্সফার করার জন্য জাওয়াজাতে জমা দিলে জাওয়াজাত পাসপোর্টটি ভিসা ট্রান্সফার ছাড়াই ফেরত দিয়েছে/ নতুন পাসপোর্ট গ্রহণ করছে না জাওয়াজাত/ বাংলাদেশি পাসপোর্ট নয় বলছে এখন আমি কি করব?
দুতাবাসের জবাবঃ পাসপোর্ট সঠিক আছে। চিন্তার কোন কারন নেই। আরো ১৫ দিন অপেক্ষা করে ভিসা ট্রান্সফারের জন্য পুরাতন (ক্যান্সেলড) পাসপোর্ট সহ নতুন পাসপোর্ট জাওয়াজাতে জমা দিন ভিসা ট্রান্সফার হবে।
প্রবাসীর প্রশ্নঃ এখন কেন ভিসা ট্রান্সফার হবে না?
উত্তরঃ কোন দেশের ট্রাভেল পারমিট (আউটপাস) বা পাসপোর্টে পরিবর্তন আনলে সে দেশের দুতাবাস হতে ঐ পাসপোর্ট/ট্রাভেল পারমিট এর নমুনা প্রবাসীরা যে দেশে থাকেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কে নমুনাসহ জানাতে হয়। ঐ বিদেশি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সকল ইমিগ্রেশন (জাওয়াজাত) কে তা জানিয়ে দেয়।
বাংলাদেশ সরকার কতৃক ও নিয়ম মেনে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কে জানানো হয়েছিল, কিন্তু সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সকল সরকারী কতৃপক্ষকে জানাতে ২ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে। তাই এ বিষয়ে নিশ্চিত করে বলা যায় আজ হতে ১৫ দিন পর আপনাদের এই সমস্যা থাকবে না।
প্রবাসীর প্রশ্নঃ অনেকে বলে নতুন পাসপোর্টে হিন্দুদের মা দুর্গার ছবি থাকায় সৌদি পুলিশ তা ফেরত দিচ্ছে এটা কি সত্য?
উত্তরঃ সৌদি পুলিশ নতুন পাসপোর্ট ফেরত দেয়ার কারন আপনার আগের প্রশ্নের উত্তরে ব্যখ্যা করেছি, আর ছবির কারণে ফেরত দিচ্ছে তা সঠিক নয়। পৃথিবির অনেক দেশের পাসপোর্টে বিভিন্ন স্থাপনা ও জীব জন্তুর ছবি আছে আর ঐ দেশের নাগরিকরা তো সৌদি আরবে আছেন, তাদের পাসপোর্ট তো ছবির কারণে কোথাও ফেরত দেয়া হয়না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।