আমাদের কথা খুঁজে নিন

   

সৈয়দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১২

দুপুরে দিনাজপুর-রংপুর সড়কের ডাঙ্গাপাড়ার এ দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে  জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ওসি মনিরুজ্জামান মনির।
এদের মধ্যে রংপুর খামারপাড়ার জেসমিন (৪০) ও দিনাজপুরের বীরগঞ্জের নুরজাহানকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর মিজানুর রহমান (৩৫), রহিমা বেগম(৫০), সানু (২০), ওয়াহিদ (২৮), আলম (৩০), দেলোয়ার হোসেন (৬০), পীরগঞ্জের দবিরুল ইসলাম (৫০), খানসামার হাফিজুর রহমান (৩৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাজিম উদ্দীন (৩৫) ও পাবনার আব্দুল মান্নানকে (৫০) সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী নুরানী পরিবহণের একটি যাত্রীবাহী মিনিবাস সৈয়দপুর বাইপাস সড়কের ডাঙ্গাপাড়ায় উল্টোদিক থেকে আসা একটি ট্রলিটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।
এতে ৪০ জন যাত্রী নিয়ে মিনিবাসটি মহাসড়কের পাশে একটি পুকুরে উল্টে পড়ে যায়। কমবেশি আহত হন ভেতরে থাকা যাত্রীদের সবাই।
এলাকাবাসী, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীদের সবাইকে উদ্ধার করে বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.