আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি।
লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০১১-এর ফল প্রকাশিত হলো। এ প্রতিযোগিতায় আমি অন্যতম সেরা গল্পকারের পুরস্কার লাভ করেছি। উল্লেখ্য, ২০০৭ সালেও আমি এই প্রতিযোগিতায় অন্যতম সেরা গল্পকার পুরষ্কার পেয়েছিলাম।
গত বছর এই প্রতিযোগিতার জন্য লেখা আহ্বান করেছিল প্রথম আলো।
আর এই বছর ফল প্রকাশিত হলো।
২২/১২/২০১২ তারিখে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। সেদিন ছিল শনিবার। বিকেল ৩.৩০টায় শাহবাগের জাতীয় যাদুঘর প্রধান মিলনায়তনে অনেক সুন্দর একটা অনুষ্ঠান করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। রাজনীতিবিদ, লেখক, কবি, শিল্পী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তাঁরা বক্তব্য দেন এবং আবৃত্তি ও গাণ পরিবেশন করেন।
অনুষ্ঠান উপস্থাপন করেছেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন আপু। তিনি জানালেন এবারের প্রতিযোগিতায় ৮৭৭৮ জন লেখক অংশ গ্রহণ করে। কয়েকটা ধাপে লেখা বাছাই করা হয়। লেখক, কবি, সাহিত্যিকগণ ছিলেন এ প্রতিযোগিতার বিচারক।
আমি প্রচণ্ড রোডজ্যামের কারণে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যখন জানলাম আমি অন্যতম সেরা গল্পকার নির্বাচিত হয়েছি তখন আমার মন ভালো হয়ে যায়।
এ পুরষ্কারটি পেয়ে আমি অনেক খুশি। ভাইয়া ও আপুনিরা আমার জন্য দোয়া করো কিন্তু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।