অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের মতো তথ্য না থাকলেও বিশ্বাস আছে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।তথ্য নেই, বিশ্বাস আছে
পুনর্নির্মাণ ও সম্প্রসারণ কাজের লক্ষ্যে গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রধান বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জয় খোলামেলাভাবেই রাজনীতিতে এসেছেন। তার ক্লিন ইমেজ রয়েছে। তাকে নিয়ে সমালোচনা করা উচিত নয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্প্রসারণ করে ঢাকার শহীদ মিনারের আদলে তৈরি করা হচ্ছে জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, শীঘ্রই কাজ শুরু হয়ে আগামী পহেলা ডিসেম্বরের মধ্যে শেষ হবে। সিলেটের ২২৪ বছরে প্রাচীন কেন্দ্রীয় কারাগার বাদাঘাটে স্থানান্তর করে আগের জায়গায় উদ্যান করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে সিলেট সিটির ভারপ্রাপ্ত মেয়র মো. শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা নুর আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মারো গুতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।