আমাদের কথা খুঁজে নিন

   

মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দূরত্ব ঘুচিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। ২০০২ সালে গোধরা পরবর্তী দাঙ্গার পর থেকে মোদীকে একরকম বয়কট করেছিল ওয়াশিংটন। আমেরিকায় তার প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপর দীর্ঘ নয় বছর পর মোদীর সঙ্গে বৈঠক করলেন আমেরিকার কোনও শীর্ষ কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ গুজরাটের রাজধানী গান্ধীনগরে মোদীর বাসভবনে তার সঙ্গে দেখা করতে যান পাওয়েল।

প্রথমেই পাওয়েলের পক্ষ থেকে একটি লাল ও হলুদ গোলাপের পুষ্পস্তবক তুলে দেওয়া মোদীর হাতে। এরপর দুইজনে করমর্দন করেন। প্রায় একঘণ্টা ধরে চলে বৈঠক।

পরে এ বৈঠককে সদর্থক ও আন্তরিক বলে বর্ণনা করে রাষ্ট্রদূতের পক্ষ থেকে তরফে দেওয়া একটি বিবৃতিদেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, মূলত মার্কিন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, স্থানীয় নিরাপত্তা, মানবাধিকার, ভারতে মার্কিন বিনিয়োগ সম্পর্কিত বিষয়গুলি নিয়েই এই বৈঠক।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার দিকে অগ্রসর হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মার্কিন-ভারত অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা চায় ভারতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।