আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী হিসেবে মোদীর সমর্থনে অমিতাভের ভিডিও জাল

গুজরাটের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে সমর্থন করেছেন অমিতাভ বচ্চন। এই রকম একটি ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে। এরপরই ট্যুইটারে সরব গুজরাট পর্যটনের অ্যাম্বাসেডার। ফুটেজটিকে তিনি জাল এবং বেআইনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন। অনুগামীদেরও নিন্দা করার অনুরোধ জানিয়েছেন।

তার ব্যাখ্যা, ২০০৭ সালে তিনি একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের জন্য দলিড ইন্ডিয়াদ নামে একটি প্রচারে অংশ নিয়ে দেশের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। কেউ তার সেই কণ্ঠস্বর এবং স্ক্রিপ্ট এমন ফুটেজের সঙ্গে ব্যবহার করেছে, যা থেকে মনে হয় নরেন্দ্র মোদীর সমর্থনে প্রচার করছেন অমিতাভ। এই ধরনের বেআইনি ঘটনায় তিনি আতঙ্কিত, নির্দিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে এবং ইতোমধ্যেই নিজের ডিজিটাল টিমকে ফুটেজটির উৎস সন্ধান করতে বলেছেন বলে ট্যুইট করেছেন অমিতাভ।

তার সমর্থনে ট্যুইট করেছেন স্বয়ং মোদীও। তিনি লিখেছেন, যিনি এই জাল ভিডিওটি তৈরি করেছেন, এখনই ফুটেজটি সরিয়ে প্রকাশ্যে এসে অমিতাভ বচ্চনের কাছে তার ক্ষমা চাওয়া উচিত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.